বন্ধুরা প্রথমে সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালোই আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি !আজকে আমরা শিখব Massanger অ্যাপ দিয়ে কিভাবে ফেসবুক  আইডির লিংক তৈরি করা যায়?
 অথবা ফেসবুক আইডির তৈরিকৃত লিংক কিভাবে  কাস্টমাইজ করা যায় একদম ফ্রিতে আপনার কোনো এমবি খরচ করতে হবে না।


তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, আজকের টিউটোরিয়াল ---


অনেকেই বলেন ভাই ফেসবুক লিংক কি ? 
 এটা কেন প্রয়োজন ? 
ভাই আমি এসব প্রশ্নের উত্তর ধীরে ধীরে দেবো শুধু টিউটোরিয়ালটি  আপনি আস্তে আস্তে আপনি পড়তে থাকুন।


 আমি একদম বেসিক থেকে আলোচনা করব। ফেসবুক আইডির লিংক বলতে-
https://facebook.com/your Id name or page name
উদাহরন স্বরূপ আমার আইডির লিংক দিয়ে বুঝিয়ে দিচ্ছে---
https://facebook.com/bdnayon10
 এটাতো সার্চ করলে পৃথিবীর সব দেশ থেকে আমার আইডিতে টি দেখা যাবে!

আবার অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের নিজস্ব ফেসবুক আইডি বা পেজের জন্য নির্দিষ্টভাবে একটা লিংক তৈরি করে যার মাধ্যমে তাদেরকে সামাজিক মাধ্যমে সহজে খুঁজে পাওয়া যায় । আমি আশা করি আপনাদের লিংকটি বোঝাতে পেরেছি। এখন চলুন কিভাবে মেসেঞ্জার দিয়ে আপনি নতুন একটা ফেসবুক আইডি লিংক তৈরি করবেন অথবা আপনার ফেসবুক আইডির লিংকটি আবার কাস্টমাইজ করবেন চলে যাচ্ছে,তাহলে একদম মেসেঞ্জারে-

১. প্রথমে মেসেঞ্জারে আপনার আইডি টা লগইন করে নিতে হবে -- তারপরে

facebook account

উপরক্ত আইকন বারে ক্লিক করতে হবে। আমার  এটা আপডেট দেওয়া, আপনার যদি এরকম না আসে তাহলে একটু কষ্ট করে খুঁজে নিয়েন,

২. এবার আপনাকে একটু scroll করে নিচে যেতে হবে----

my facebook  id

তারপরে আপনাকে username এ ক্লিক করতে হবে,,, 

৩. এবার আপনাকে Edit username এ ক্লিক করতে হবে----

facebook  menubar
৪. এবার আপনার ইচ্ছা মতো যেকোন নাম দিতে পারবেন। তবে সবকিছু English  এ দিতে হবে।


ঠিক এইভাবে আপনি চাইতে আপনার ফেসবুক আইডি লিংক পরিবর্তন করতে পারবেন।


তাহলে বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ?  আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এরকম আরো খুঁটিনাটি সমস্যা সমাধান গুলো আপনাদের দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ,সাথেই থাকুন।