সুপ্রিয় পাঠক বন্ধুরা ,আসসালামুআলাইকুম ..!
আপনারা সবাই কেমন আছেন,আশা করি ভালই আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
আজকের আমি মহাবিশ্ব সম্পর্কে কিছু আলোচনা করব ,তাহলে আর কথা না বাড়িয়ে
চলুন শুরু করা যাক...
* অন্য এক পৃথিবীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা.....???
![]() |
universe |
পৃথিবী থেকে মাত্র ৬ আলোকবর্ষ দূরে সন্ধান মিলেছে আরো একটা প্রতিবেশী গ্রহের। মহাশূন্যে সূর্যের নিকটতম নক্ষত্র Barnard Star'র চারপাশে ঘুরছে গ্রহটি। সৌরজগতের বাইরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম গ্রহ এ 'সুপার আর্থ'।লাল রঙের এ বামনাআকৃতির গ্রহটির ওজন পৃথিবীর তুলনায় অন্তত ৩.২ গুণ বেশি। বৈজ্ঞানিক মহলে Barnard Star b নামে পরিচিত এই গ্রহ তার নক্ষত্রের চারপাশে একবার ঘুরতে ২৩৩ দিন সময় নেয়। সুপার আর্থের তাপমাত্রা -১৭০ ডিগ্রী সেলসিয়াস। জল ও গ্যাস সবই এখানে ঘনীভূত অবস্থায় থাকে। প্রায় ২০ বছর ধরে ডপলার এফেক্ট ও বিশেষ ধরনের যন্ত্রপাতির সাহায্যে Barnard Star b গ্রহের সন্ধান পান বিজ্ঞানীরা। এই নক্ষত্র ঘন্টায় ৫ লাখ কিলোমিটার বেগে চলছে। যা মহাকাশে এ পর্যন্ত আবিষ্কৃত যে কোন বস্তুর থেকে দ্রুততম। আশা করা যায় অল্প কয়েক বছরের মধ্যে বিজ্ঞানীরা এই গ্রহটির সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে।
আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই সবাই ভালো, থাকবেন সুস্থ থাকবেন এবং মহাবিশ্ব সম্পর্কে আরও কিছু জানতে আমাদের ওয়েবসাইটটি অনুসরণ করুন।
আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0 Comments
আপনার জন্য মন্তব্য জায়গাটি খোলা রাখা হয়েছে। কোনো বিষয় বুজতে অসুবিধা হলে........নির্ভয়ে প্রশ্ন করতে পারেন ?
আপনি যদি উপরক্ত পোষ্টটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য করবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।