আসসালামুআলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের টপিক হচ্ছে সফটওয়্যার ও হার্ডওয়্যার কি বা কাজ কি? আজকে আপনাদের মাঝে আমি সফটওয়্যার এবং হার্ডওয়্যার বিস্তারিত আলোচনা করব সবাই মনোযোগ দিয়ে পড়বেন..!



 ★সফটওয়্যার কি....? 

কম্পিউটারের সাহায্যে কোন সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক সাজানোর নির্দেশনা সমূহ কে বলা হয় প্রোগ্রাম এবং একাধিক প্রোগ্রামের সমষ্টিকে বলা হয় সফটওয়্যার। অন্যভাবে বলা যায় কম্পিউটার হার্ডওয়্যার এর কার্যক্ষমতা ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম সম্পর্কে সফটওয়্যার বলা হয়।


 ★আপ্লিকেশন সফটওয়্যার কি?

 কম্পিউটারে সাধারণত দুই ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় যেমন,

 ১. সিস্টেম সফটওয়্যার এবং ২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার 

 * কম্পিউটার অন করার সাথে সাথে কম্পিউটার সিটিতে ব্যবহারিক প্রোগ্রাম পড়ে নিতে এবং পার্টিতো প্রোগ্রাম কে পরীক্ষণ ও চালনার জন্য যে সমস্ত সফটওয়্যার প্রয়োজন হয় তাকে সিস্টেম সফটওয়্যার বলা হয়।
সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ অংশ। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক পরিচালনা করার জন্য কম্পিউটার কে তৈরি রাখে।

 * সিস্টেম সফটওয়্যার কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় যথা,,, 

১. সিস্টেম ম্যানেজমেন্ট আর কন্ট্রোল
 ২. সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম
৩. সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম

আমরা এখানেই সিস্টেম সফটওয়্যার শেষ করলাম এবার আমরা দেখবো এপ্লিকেশন সফটওয়্যার কি চলুন তাহলে দেখে আসি

 ★আপ্লিকেশন সফটওয়্যার কি?

 যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারকারী তার প্রয়োজনীয় ব্যবহারিক সমস্যা সমাধান বা ডাটা প্রক্রিয়াকরণ কাজ করতে পারে তাকে আপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। এসব সফটওয়্যার কে সাধারণত প্যাকেজ প্রোগ্রামে বলা হয়।

 *আপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ?

 আপ্লিকেশন সফটওয়্যার কে দুই ভাগে ভাগ করা যায় যথা,
 ১. সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম এবং
 ২.অ্যাপ্লিকেশনের সুনির্দিষ্ট রেখা বা কাস্টমাইজ প্রোগ্রাম।

 আমরা সুন্দর ভাবে সিস্টেম প্রোগ্রাম ও আপ্লিকেশন প্রোগ্রাম এর আশা করি কিছুটা ধারণা পেয়েছি। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে আরো ভালো ভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এবার আমরা হার্ডওয়ার সম্পর্কে কিছু তথ্য জানবো....!


 ★ হার্ডওয়্যার কি...? 

কম্পিউটারের বাহ্যিক স্পর্শ কাতর জিনিসগুলোই হার্ডওয়ার অথবা কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো আকৃতি সম্পূর্ণ সকল যন্ত্র যন্ত্রাংশ বা ডিভাইসকে হার্ডওয়্যার বলা হয়।

 ★হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য....? 


                                    হার্ডওয়্যার 


১. কম্পিউটার এর বাহ্যিক অবকাঠামো ও স্পর্শ কাতর জিনিসগুলোকে হাঁটার বলা হয়।
২. সিপিইউ মনিটর পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড প্রসেসর ইউ পি এস সাউন্ড বক্স ইত্যাদি হার্ডওয়্যার। ৩. হার্ডওয়্যার তৈরি করার সময় অবশ্যই সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

                                   সফটওয়্যার


১. কম্পিউটারের সাহায্যে কোন সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক সাজানোর নির্দেশনাকে প্রোগ্রাম বলা হয় এবং একাধিক প্রোগ্রামকে সফটওয়্যার বলা হয়।
 ২. সফটওয়্যার হাতের স্পর্শ করা যায় না
৩. DOS, Windows, Ms-word,Ms-excel ইত্যাদি স্যফটওয়্যার।


 আজকের টপিক টা এ পর্যন্তই, আশা করি পরবর্তীতে আমরা অন্য বিষয়ে আরো ভালো ভাবে বোঝানোর চেষ্টা করব, ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, বিদায়।