আসলামুআলাইকুম বন্ধুরা সবাইকে আমার ব্লগে স্বাগতম। অনেকের কম্পিউটার নেই এবং অনেকেই প্রোগ্রামিং শিখতে চান। তারা কিছু বেসিক জিনিস মোবাইলে শিখতে চান, যেমন: এইচটিএমএল(HTML), সিএসএস(CSS), জাভাস্ক্রিপ্ট(JAVASCRIPT) এগুলো সাধারণত মোবাইলে শেখা সম্ভব। তবে এন্ড্রয়েড এ কোন অ্যাপস ব্যবহার করলে সবচেয়ে ভালো ভাবে শেখা যাবে। আমি তা আজকে আলোচনা করব, তবে আমি বলি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো সাধারণত কম্পিউটারে শিখায় ভালো। তবে আমরা এটা মোবাইল শিখতে পারি, অনেক মোবাইলের নোট প্যাড এ শিখে থাকে, এতে কিছু অসুবিধা রয়েছে । কোন কোডিং ভুল হয়ে গেলে তা সহজে নির্নয় করা সম্ভব হয় না। এ জন্য আমরা ভিন্ন সফটওয়ার ব্যাবহার করবো যেন কোন কোড ভুল হয়ে গেলে তা সহজে নির্ণয় করা যায়, তাহলে যে অ্যাপটি দ্বারা সহজে কোডং করা যাবে ও তার আউটপুট অফলাইনে দেখা যাবে, এতে কিছু ধরা যাবে, চলুন তাহলে অ্যাপসটি সম্পর্কে জেনে নেওয়া যাক---
অ্যাপটির নাম: anWriter free,
অ্যাপটি আপনারা google play store এ পেয়ে যাবেন--- anWriter free
অথবা
ডাউনলোড লিংক দিয়ে দিলাম আপনারা সুধু সরাসরি ডাউনলোড করে নিবেন।
এবার অ্যাপসটি ওপেন করবেন এবং html লিখা শুরু করবেন। বেসিক লেভেলের html যেমন---
এগুলো preview করতে হলে -- নিচে একটা মিড়িয়া আইকন এ ক্লিক দিলে পরবর্তী পেজে শো হবে । যেমন---
এর পর
এখানে অনলাইনে ও অফলাইনে দুইটাতে কাজ করা যাবে। আপনি যদি এই কোডিং গুলো সেভ করে রাখতে চান তাহলে--
সেভ এ ক্লিক করে,, ,, আপনার মেমরি যে অংশ। সেভ করতে চান তা সিলেক্ট করুন। তার পরে ডকুমেন্ট এর নামি দিয়ে সেভ করুন। যেমন--
এভাবে আপনার সেভ করা ফাইল পরবর্তীতে কাজে লাগাতে পারবেন। এই ইডিটরের বিশেষ একটা সুবিধা রয়েছে, যেমন: ধরুন আপনি কাজ করতে করতে হঠাৎই কাজটি বন্ধ করে। চলে গেলেন আমার পরবর্তীতে এসে ওখান থেকে কাজ করতে পারবেন এতে ডকুমেন্টট এর কোন অংশ মুছে যাবে না। এই বিশেষ সুবিধা রয়েছে অন্য সকল এডিটরে নেই বললেই চলে।
আজকে টিউটি এই পর্যন্তই,,, টিউটি থেকে আপনি যদি উপকৃত হন তাহলে আমাদেরকে কমেন্টে করে জানান এবং এটা সবার মাঝে শেয়ার করুন। নিজে শিখুন অন্যকে শিখার সুযোগ করে দিন। যদি বুজতে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক পেজ এ নক করুন সমস্যা সমাধান পেয়ে যাবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। দেখা হবে অন্য একটা টিউনে।
1 Comments
এই এপ দিয়ে কি JavaScript শেখা যাবে?
ReplyDeleteআপনার জন্য মন্তব্য জায়গাটি খোলা রাখা হয়েছে। কোনো বিষয় বুজতে অসুবিধা হলে........নির্ভয়ে প্রশ্ন করতে পারেন ?
আপনি যদি উপরক্ত পোষ্টটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য করবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।