আপনার ওয়েবসাইটের রাংকিং চেক করুন Alexa Rank Checker থেকে ????
আসসালামুআলাইকুম, বন্ধুরা সবাইকে স্বাগতম?
আমি নতুন ব্লগার তাই ব্লগ লেখার তেমন অভিজ্ঞতা আমার নেই । যতটুকু আছে তা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং আমার ব্লগ লেখার ভেতর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে, আমাকে বলবেন আমি ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব আর যেহেতু আমি নতুন, সেজন্য প্রথমাবস্থায় অনেক ভুল ছুটি হতেই পারে আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের মাঝে অনেক কথাই বললাম আর কথা বাড়াবো না আর আপনাদের সময় নষ্ট করব না।
তাহলে আজকের টিউটোরিয়ালে চলে --
* কিভাবে আপনাদের ওয়েবসাইটটি Ranking Check করবেন অথবা আপনার ওয়েবসাইটটি পৃথিবীর কততম স্থানে আছে তা কিভাবে চেক করবেন?
চলুন এটা নিয়ে আলোচনা করি......
আমরা অনেকেই শুনে থাকি অনেকের অনেক ভালো ওয়েবসাইট রয়েছে। যে ওয়েবসাইটে দৈনিক 10000-20000 পর্যন্ত ভিউ হয়ে থাকে আর যত ভিউ হবে ততো আপনাদের ওয়েবসাইটে জনপ্রিয় হবে এবং আপনার ওয়েবসাইটটি তত সামনের দিকে অগ্রসর হবে। এবং যত সামনের দিকে অগ্রসর হবে ততো আপনার ওয়েবসাইটটি রাংকিং এ উঠবে।
আবার ধরুন আপনার ওয়েবসাইটটি সারা বিশ্বের ভেতর এক নাম্বার স্থানে রয়েছে, হঠাৎ আগামিকাল দেখলেন আপনার ওয়েবসাইটটি সারাবিশ্ব ভেতর দুই নাম্বার স্থানে রয়েছে। হঠাৎ করেই একদিন এর ভেতরে আপনার ওয়েবসাইটে রাংকিং চলে গেল, এটা হয় আপনার ওয়েবসাইটের কনটেন্ট এর উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইটে রেংকিং হারাতে পারে। তাই ভয় পাবার কিছু নাই, আবার এমনিতেই আপনার ওয়েবসাইটি রেংকিং চলে আসবে। এবার দেখাবো কিভাবে দেখবেন আপনার ওয়েবসাইটটি বিশ্বের ভেতর কত নাম্বার স্থানে রয়েছেন আমি আপনাদেরকে alexa ওয়েবসাইট থেকে দেখাবো।
প্রথমে আপনাকে https://www.alexa.com/siteinfo/ এ যেতে হবে। তারপর আপনার ওয়েবসাইটের ঠিকানা টা দিয়ে ফাইন্ড করুন।
![]() |
Online help |
আমার ওয়েবসাইটটি মাত্র কয়েকদিন হলে তৈরি করছি এই জন্য আমার ওয়েবসাইটে গুগল রেংকিং আসেনাই এবং আমার ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ কনটেন্ট নাই আমি উদাহরণ স্বরূপ অন্য একটি ওয়েবসাইট দিয়ে প্রমাণ দিলাম--
![]() |
news24 |
এই ওয়েবসাইটটা রাঙ্কিং দেখুন এটা সারা বিশ্বের ভিতরে এই ওয়েবসাইটটি এত নাম্বার রেংকিং এ রয়েছে, আপনি যে কোন ওয়েব সাইটে রাংক এই ভাবে চেক করতে পারবেন ।
আজকের টিউনটি এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী টিউনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
0 Comments
আপনার জন্য মন্তব্য জায়গাটি খোলা রাখা হয়েছে। কোনো বিষয় বুজতে অসুবিধা হলে........নির্ভয়ে প্রশ্ন করতে পারেন ?
আপনি যদি উপরক্ত পোষ্টটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য করবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।