নকিয়া ফোনে কিভাবে বাংলা সাপোর্ট করাবেন..? শুধু ইন্টারনেট ব্রাউজারে জন্য বাংলা সাপোর্ট করবে ??

আসসালামু আলাইকুম বন্ধুরা,  আজকে যে টিউটরিয়াল টি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তা হলো:
নকিয়া ফোনের ইন্টারনেটে বাংলা সার্পোট করাবেন কিভাবে?

nokia phone

তাহলে চলুন সমাধানটি খুজে বের করার চেষ্টা করি---

আমাদের প্রতেক্যের একটা করে নকিয়া থাকেই। যে নকিয়া ফোন এক সময় সকল বাটন ফোনের শীর্ষ স্থানেছিল। কিন্তু সে সময়ের ফোন গুলো এখনো অনোকের কাছে রয়েছে। নকিয়া যে ফোন গুলোতে ইন্টারনেট ব্যবহার করা যায় মানে ২০০৬-২০১০ সালের অনেক ফোনে বাংলা সাপোর্ট  করতো না।  তবে যে সকল ফোনে অপেরামিনি বা ইউসি ব্রাউজার বা অন্য বিভিন্ন  ব্রাউজার ইনিষ্টল দেওয়া আছে। সে ফোন বাংলা সাপোর্ট না করে, তাদের জন্য আমি সমাধান নিয়ে এসেছি,,, তাহলে যা করবেন।  ব্রাউজার এর সার্চবারে গিয়ে টাইপ করুন :
config: (এখানে : এটা সহ দিতে হবে)
এবার নতুন একটা পেজ ওপেন হবে।যেখানে কিছু অপশন থাকবে। 

১. প্রথমে বলে নেই-
অপশন গুলো কোন ইডিট করবেন না।

 frist  page

 এখানে প্রথমের অপশন টা আপনারা yes করে দিবেন আবার

2nd page 


এখানে কোন টাইম টেবল ইডিট করবেন না।


3rd page


last page

উপরক্ত সকল অপশন গুলো অন করে দিবেন এবং যদি কিছু অপশন অন করা থাকে তা হলে অন্যন্য সকল অপশন অন করে দিবেন।
আপনার নকিয়া ফোনে যদি কোন ব্রাউজারে এ সকল সমস্যা হয়ে থাকে, তাহলে এই উপায়ে সমাধান হবে।

 আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই যদি ডিউটিতে ভালো লেগে থাকে এবং আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাস্তব কিছু সমস্যা ও তার সমাধান তুলে ধরাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ভাল থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, টেককেয়ার বাই।

Post a Comment

0 Comments