আজ আমি আলোচনা করব ব্লগিং এর জন্য জনপ্রিয় ৫ টা থীম। যে থীম গুলো seo friendly and responsive এবং   ব্লগের ডিজাইন অনেক সুন্দর আনবে এবং অনেক সুন্দর দেখাবে।

best blogger themes

 তাহলে কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক


১. প্রথমে আমি যে থিম টা নিয়ে আলোচনা করবো তা  হলো Need Mag themes।
Need mag থীমে একটা চমৎকার ডিজাইন আছে।  যেমন- slide  bar আছে, Category  জন্য অনেক রকমের ডিজাইন রয়েছে, থীম টা দেখলে বুঝতে পারেন না। থীমটার লিংক  এখানে দিলাম।


2. আমি দ্বিতীয় যে আলোচনা করবো  তা হলো: Magma Themes.
এটাও অনেক ভালো থীম,  তবে এটাতে আগের চেয়ে বেশি  সুবিধা রয়েছে।যেমন : ২টা ভিন্ন স্লাইড বার রয়েছে,  এবং এর কেটাগরি ডিজাইন টা অন্য রকমের। আপনারাই থীম টা থেকে নিচে থীমের লিংক দিয়ে দিলাম।


৩. আমি তৃতীয় তে ২ টা থীম নিয়ে আলোচনা করবো---
 Newspaper and Newsplus
থীম দুটি ব্লগিং করার জন্য চলে।তবে ডিজাইন ভালো আছে। নিচে  থীমের ডেমো লিংক দেওয়া হল।




4. চতুর্থ যে থীমটা রাখতে চাই Publister Themes। 
থীমটা অনেক সুন্দর,  এটা মেগামেনু বিশিষ্ট থীম,  মোবাইলের জন্য অনেক পারফেক্ট।
নিচে লিংক দিলাম আপনারা দেখে নিতে পারেন।


৫. পঞ্চমে অনেক কয়টা থীম নাম বলবো--
Cybar themes,  Sora one themes,  Techwise themes, Buzzmag themes,ExpressNews themes আরো অনেক আছে।

আজকের টিউটরিয়ালটি  এই পর্যন্তই,,,  আজকে শুধু পাঁচটি জনপ্রিয় ব্লগার  থীম নিজে আলোচনা করা হয়েছে। পরবর্তী টিউটরিয়ালে আরো অনেক গুলো থীম নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন,  সুস্থ থাকবেন। সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।