এ পি জে আবদুল কালামের আরো ১০ টি বিখ্যাত বানী,,,, সকল সফল ব্যক্তির সফল্যের পিছনে কিছু গুরুত্বপূর্ণ,, উদ্দশ্য রয়েছে।যে গুলো খুজে বের করা উচিত,,,
এ পি জে আবদুল কালাম |
পরিশ্রম সফল্যের আসল চাবি কাঠি,,,পরিশ্রম করা শিখতে হবে। বেশি বেশি জানার আগ্রহ জন্মতে হবে। আর বেশি কথা না বলি -- তাহলে বানী গুলো পড়া যাক--
* এ পি জে আবদুল কালামের বানী পর্ব-০৩
১. তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তাঁরা হলেন, বাবা, মা ও শিক্ষক।
২. জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যে এতো আনন্দ।
৩. যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না।
৪. ফেল করে হতাশ হয়ো না। ইংরেজি শব্দ ফেল ‘Fail’ মানে ‘First Attempt in Learning’ অর্থাৎ ‘শেখার প্রথম ধাপ’। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে।
৫. সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে।
৬. আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, ব্যর্থতার উপরেও গড়ি।
৭. একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে।
৮. উপরে তাকিয়ে আকাশটাকে দেখো। তুমি একা নও, এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই।
৯. কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছো না! চিন্তিত করো না- ‘NO’ শব্দের মানে হচ্ছে ‘Next Opportunity’ অর্থাৎ ‘পরবর্তী সুযোগ’।
১০. স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না।
আজকে এই পর্যন্তই টিউন গুলো সবাই মনোযোগ দিয়ে পড়বেন, নিজে কিছু শিখুন এবং শেয়ার করে অন্যকে ও কিছু শিখান।সবাই ভালো থাকবেন সুস্থ ,সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।
0 Comments
আপনার জন্য মন্তব্য জায়গাটি খোলা রাখা হয়েছে। কোনো বিষয় বুজতে অসুবিধা হলে........নির্ভয়ে প্রশ্ন করতে পারেন ?
আপনি যদি উপরক্ত পোষ্টটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য করবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।