কিভাবে একটা কয়েনবেজ একাউন্ট তৈরি করবেন এবং সাথে সাথে ভেরিফাই করবেন...??


কয়েনবেস একাউন্ট আমাদের নানা কাজের লাগে। বিটকয়েন লেনদেন করার সময় এমনি কি কোন সাইট থেকে পেমেন্ট নেওয়ার সময় আমাদের কয়েনবেস  এর প্রয়োজন।  কয়েনবেস একাউন্ট থেতে বিটকয়েন,  ইথারিয়াম কয়েন, লিথারিয়াম কয়েন,  ইউ এস ডলার আর থেতে প্রমেন্ট নিতে পারবেন এবং সেন্ড ও করতে পারবেন। এর আরো বিশাল একটা সুবিধা রয়েছে আপনি চাইলে  লিথারিয়াম কয়েনকে বিটকয়েনে কনভার্ট  করা পারে। আরো অনেক সুবিধা রয়েছে।
coinbase account
coinbase 

তবে আপনার  একটা ফোন থেকে একটা একাইন্ট তৈরি করাই ভালো। আপনার ফোন থেকে অনেক গুলো একাইন্ট তৈরি করা যাবে তবে এ কাজটি করলে একাইন্ট বাতিল হওয়ার সম্ভবনা বেশি। 

★কয়েনবেস একাউন্ট তৈরি করতে আপনার যা যা প্রয়োজন--
১. একটা ভেরিফাই ইমেইল
২. একটা ন্যাশনাল আইডি কার্ড

তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমাদের টিউটরিয়ালটি শুরু করা যাক----


১. আপনাকে প্রথমে http://coinbase.com এ যেতে হবে। 
how to create a coinbase account

এবার আপনাকে Get Started এ যেতে হবে।
 এরপর আপনি যদি চান individual অথবা business যে কোন একটা করতে পারেন। তবে আমরা সবাই individual একাউন্টই তৈরি করে থাকি। এবার নিচের ফরমটি পূরন করবে হবে।  
create coinbase account 2019

এখানে আপনি আপনার national Id card দিয়ে সকল ফরম পূরণ করবেন।এবার আপনাকে ক্যাপচা ভেরিকেশন করতে হবে। এবার টিক মার্ক দিন।তারপরে create account  এ ক্লিক দিন।


এবার আপনার ইমেইলে একটা ভেরিকেশন মেইল আসবে,,, ওটা তে ক্লিক করে আপনার মেইলটি ভেরিফিকেশন করতে হবে। এব পর আবারআপনাকে  নাম্বার ভেরিকেশন  করতে হবে।


নাম্বার ভেরিকেশন শেষ হলে আপনার একাউন্ট তেরি হয়ে যাবে।

এবার কিভাবে আপনারা কয়েনবেস একাউন্ট ভেরিফাই --

তাহলে পরবর্তীতে আর কোন সমস্যা হবে না।

চলুন তাহলে দেখা যায়--



আপনাকে থ্রি ডট মেনুতে যেতে হবে। এরপর
coinbase setting

 আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে। তারপর একটা ফরম আসবে এতো  আপনাদের সকল ইনফরমেশন দিয়ে দিবেন।


এবার সেভ অপশনের আগে click here নামে একটা অপশন আছে। ওখানে যান ---


এবার আপনি ৩ ভাবে একাউন্ট ভেরিফাই করতে পারেন। আমরা সাধারনত ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে থাকি।
আপনি যদি National Id Card দিয়ে ভেরিফাই করতে চান তাহলে। আপনাকে  NID  Card এর পিছনের এবং সামনের আংশ ছবি তুলে দিবেন অথবা স্ক্যান কপিও দিতে পারেন।সাথে আপনাে একটা ছবি দিয়ে সাবমিট  করে দিন।ব্যাস আপনার কাজ শেষ।

আশা করা যায় কিছুক্ষনের মধ্যেই  ভেরিফাইড মেইল পেয়ে যাবেন অথবা ২৪ ঘন্টা সময় লগতে পারে।


আজকে টিউনটা এখানে শেষ করলাম।আশা করি টিউনটি থেতে আপনি অনকে উপকৃত হবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ব্লগ ভিজিট  করুন।  সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।