সুপ্রিয় পাঠক বন্ধুরা, আসসালামুআলাইকুম। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নতুন ব্লগার তাই আমার লেখার ভেতরে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে। তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রবি সিমের সবচেয়ে কম মূল্যে অনেক বেশি বেশি অফার পাওয়া যায়, এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই হয়তো জানি না। তবে আমার মতে সবচেয়ে বেশি অফার রবিতে দিয়ে থাকে অনেক কম মূল্যে। আজকে যে অফারটি নিয়ে আলোচনা করব---
![]() |
robi offer |
এই অফারটি অনেকদিন যাবত এই চলতেছে। হয়তো অফারটি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তাই বন্ধ হওয়ার আগেই শীঘ্রই অফারটি নিন আশা করি কেউ অফারটি মিস করবেন না। যাদের ফোরজি ফোন আছে শুধু তাদের জন্য এই অফারটি-
রবিতে মাত্র 22 টাকায় 1 জিবি ইন্টারনেট মেয়াদ 3 দিনের জন্য ডায়াল করুন *১২৩*০২২#
আবারো বলে রাখি এটা ফোর জি ইন্টারনেট যাদের ফোরজি ফোন আছে তাদের জন্য এই অফারটি নিতে পারবেন।
বি: দ্র: আপনার থ্রিজি ফোনে ফোরজি অফার টি কিনলে আপনি ব্যবহার করতে পারবেন না।
আজকের ছোট্ট একটা অফার নিয়ে হাজির হয়েছিলাম পরবর্তীতে আরো অনেক অফার পাবেন সকল সিমের অফার পেতে আমার সাইট ফলো করুন। ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আপনি সৎ পথে চলুন এবং অন্য কেউ সৎপথে চলার কথা বলুন আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ।
0 Comments
আপনার জন্য মন্তব্য জায়গাটি খোলা রাখা হয়েছে। কোনো বিষয় বুজতে অসুবিধা হলে........নির্ভয়ে প্রশ্ন করতে পারেন ?
আপনি যদি উপরক্ত পোষ্টটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই মন্তব্য করবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।